মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধন। মাঠের পূর্ব পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এই মঞ্চেই পারফর্ম করবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সংগীত পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম ও কৈলাশ খের। স্থানীয় শিল্পীদের মধ্যে গাইবেন জেমস ও মমতাজ।
মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
নিচে সূচিটি দেয়া হল: ২.৩০টা: দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে ৫.০০ টা: জাতীয় সঙ্গীত পরিবেশন ৫.২৫ টা: মইদুল ইসলাম খানের পারফরম্যান্স ৫.৩৫: রেশমি মির্জার পারফরম্যান্স ৬.০০ টা: জেমসের পারফরম্যান্স ৬.৪০টা: মমতাজের পারফরম্যান্স ৭.৩০ থেকে ৭.৪০ টা: আতশবাজি ৭.৪৫ টা: সনু নিগামের পারফরম্যান্স ৮.৩৫টা: লেজার শো ৮.৫৫ টা: কৈলাশ খেরের পারফরম্যান্স ৯.৩৫ টা: ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স ১০.০০ টা: সালমান খানের পারফরম্যান্স ১০.২০ টা: সালমান খান ও ক্যাটরিনা কাইফের যৌথ পারফরম্যান্স