নিজস্ব সংবাদদাতা-৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের আঃলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত রবিবার সকাল ১০টায থেকে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।
প্রথম ধাপের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ১৪৭ প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। অন্যদিকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের জন্য প্রথম দিনে চার প্রার্থী নৌকার মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন। উভয় মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা।
রবিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিনে বিভিন্ন জেলার প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন। নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে তাদেরকে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিস ও আশপাশের এলাকা।
আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে। ১০ সেপ্টেম্বর শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। ওই দিনের বৈঠকেই চূড়ান্ত হবে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী।