নিজস্ব রির্পোটার: লক্ষ্মীপুর সদর উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুর সদর এর আয়োজনে নবনির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন।
এ সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণকারী ঠিকাদার মানিক পাটোয়ারী ও ফিরোজ আলম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। হস্তান্তর অনুষ্ঠানে যথাযথ মান বজায় রেখে কমপ্লেক্স ভবন নির্মাণ করায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও ঠিকাদারকদের ধন্যবাদ জ্ঞাপন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভবন নির্মাণে দিকনির্দেশনা, পরামর্শ ও তদারকির জন্য লক্ষ্মীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।