শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | দুপুর ১:৩৫ | রেজিঃ নং-

টোলের নামে প্রকাশ্যে চাঁদাবাজিঃ লক্ষ্মীপুরে একজনের তিন মাসের কারাদণ্ড

বিশেষ সংবাদদাতা-লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটে বালু বাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরে জামাল হোসেন (৪১) নামের একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রশাসনিক অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে জামালের সহযোগীরা পালিয়ে যায়। জামাল সদর উপজেলার টুমচর গ্রামের মৃত হোসেন আহম্মদ চৌধুরীর ছেলে। এর আগে পৌর এলাকায় এবং তার নিকটবর্তীস্থানে টোল আদায়ের নামে সিএনজি সহ বিভিন্ন পরিবহনে একই কায়দায় চাঁদাবাজি করার সময় জেলা এবং পুলিশ প্রশাসনের নজরে অাসে।

এতে তাৎক্ষনিক অভিযানে বেশ কয়েকজনকে আটক সহ তাদের জেল হাজতে প্রেরন করা হয়। কিন্তু উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সহ রাজনৈতিক প্রভাবশালীদের থাবায়, শেল্টারে থামেনি তাদের চাঁদাবাজি। বরং গরীব ও সাধারন মানুষের রক্তচোষা পকেটবভারী করা চাঁদাবাজচক্র বেপরোয়া হয়ে উঠে। ফলে জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপারের শক্ত অবস্থান ও ইতিমধ্যে অভিযানে চটস্থ হয়ে পড়েছে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার রাত ৮ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় যৌথ অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি সময় জামাল হোসেনকে হাতেনাতে ধরে। এ সময় সে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Comments are closed.



সম্পাদক ও প্রকাশক:

মোঃ সহিদুল ইসলাম (সহিদ)

প্রধান কার্যালয়ঃ

বার্তা বিভাগঃ এস,এ পরিবহনের পিছনে
উত্তর তেমুহনী বাসষ্ট্যান্ড, সদর, লক্ষ্মীপুর।

সম্পাদকীয়ঃ বিআরডিবি ওয়ার্কশফ ভবন
বাগবাড়ী, সদর, লক্ষ্মীপুর।

ই-মেইলঃ newsdailyrob@gmail.com, মোবাইলঃ 01712256555, 01620759129

Copyright © 2016 All rights reserved www.rnb24.com

Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com