রায়পুর প্রতিনিধি-লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণীরর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নিজাম উদ্দিন (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরের পর রায়পুর উপজেলা শহরের রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় আঃলীগ ও অঙ্গসংগঠনের নেতারা তাকে আটকে সহায়তা করে। আটককৃত রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।
গ্রেফতার নিজাম উদ্দিন রায়পুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি দক্ষিণ কেরোয়া গ্রামের মুন্সি বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে বলে জানা গেছে। তবে আটকৃতের পরিবার এবং দলীয় ভাবে এ ঘটনাকে পরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবী করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে টিফিন বিরতির সময় নিজাম উদ্দিন ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানিয়ে দেয়। পরে ছাত্রী-অভিভাবকরা ঘটনাটি পুলিশকে জানালে স্কুল থেকে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করা হয় । ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় নিজামকে গ্রেফতার দেখানো হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। নিপীড়নের শিকার ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।