রবিবার | ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:২৬ | রেজিঃ নং-

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা শুটার আলাউদ্দিন নিহত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আলাউদ্দিন পাটওয়ারী (৪০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। তিনি সাবেক চেয়ারম্যান কাসেম জিহাদীর ঘনিষ্ঠ ও শুটার আলাউদ্দিন হিসাবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। অভিযোগ রয়েছে, সে নিখুুঁতভাবে প্রতিপক্ষকে ঘায়েল ও মানুষ খুন করতো। তাকে ঘিরে ছিলো এলাকায় ব্যাপক আতংক।

শুক্রবার(৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব থেকে ঔঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। নিহত আলাউদ্দিন একই এলাকার হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়ীর সাদেক পাটওয়ারীর ছেলে ও বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাতে ঘটনাস্থলে যুবলীগ নেতা আলাউদ্দিন মুঠোফোনে কথা বলছিলেন। দুর্বৃত্তরা ওই সময় পাশের বাগানে অন্ধকারে ঔঁৎ পেতে ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করে এলাপাতাড়ী গুলি করে তারা। এসময় তার বুকে ও কানে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

নিহতের চাচা জামাল হোসেন ও ভাই বাবলু বলেন, সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ী গুলি করে হত্যা করেছে। তার কানে ও পেটে গুলির চিহ্ন রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেন তারা।

এদিকে ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ । এসময় এমপি গণমাধ্যমকে বলেন, বিএনপি’র সন্ত্রাসীরা এ হত্যাকান্ডে জড়িত, স্থানীয় বিএনপি নেতাদের গত কয়েকদিনের উস্কানি মূলক বক্তব্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবী জানান আওয়ামীলীগের এ নেতা।

লক্ষ্মীপুর পুলিশ সুপার বলেন, গুলিবিদ্ধ ও হত্যাকান্ডের ঘটনা শুনে তাৎক্ষনিক হাসপাতালে এসেছি, নিহতের শরীরের কিছু দাগের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পুলিশের এ কর্মকর্তা।

Comments are closed.



সম্পাদক ও প্রকাশক:

মোঃ সহিদুল ইসলাম (সহিদ)

প্রধান কার্যালয়ঃ

বার্তা বিভাগঃ এস,এ পরিবহনের পিছনে
উত্তর তেমুহনী বাসষ্ট্যান্ড, সদর, লক্ষ্মীপুর।

সম্পাদকীয়ঃ বিআরডিবি ওয়ার্কশফ ভবন
বাগবাড়ী, সদর, লক্ষ্মীপুর।

ই-মেইলঃ newsdailyrob@gmail.com, মোবাইলঃ 01712256555, 01620759129

Copyright © 2016 All rights reserved www.rnb24.com

Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com