ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম
এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ওই গৃহবধুর নাম চায়না খাতুন (৩০)। সে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর নামাচর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইসলামপুর মৌজার নামাচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জননী। জানা গেছে, মঙ্গলবার বিকেলে চায়না খাতুন বাড়ির ওঠানে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান থেকে চিটা উড়ানোর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই চলে আসে। পরে সন্ধ্যায় মেইন সুইচ অফ না করে বিদ্যুৎ সংযোগ দিতে যায়।

এসময় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন চায়না। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিলে রাতেই তার মৃত্যু হয়। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।