জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। এ সময় উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা উপস্থিত ছিলেন।

অপরদিকে, একই সময় পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা  হয়। এ সময় পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু,  উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, মৎস্য কর্মকর্তা মোঃ ওমর আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে পরিত্যক্ত স্থানে নিষিদ্ধ আটককৃত মৎস্য জাল পুড়িয়ে দেওয়া হয়।