পীরগাছায় মৎস্য চাষীদের মাঝে উন্নত প্রযুক্তির এয়ারেটর মেশিন প্রদান

একরামুল ইসলাম (পীরগাছা) রংপুর প্রতিনিধি
একরামুল ইসলাম (পীরগাছা) রংপুর প্রতিনিধি একরামুল ইসলাম (পীরগাছা) রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২১ | আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২১

রংপুরের পীরগাছায় মাছের উৎপাদন বহুগুন বৃদ্ধি ও মৎস্য সেক্টর যান্ত্রিকীকরণের অংশ হিসেবে তিস্তার চরে অবহেলিত জনগোষ্ঠির মানোন্নয়নে মৎস্য চাষীদের মাঝে উন্নত প্রযুক্তির এয়ারেটর মেশিন প্রদান করা হয়েছে। রোববার (২৯আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ছাওলা ইউনিয়নের জুয়ান গুচ্ছ গ্রামের সিবিজি প্রদর্শনী পুকুরের জন্য দুইটি এয়ারেটর মেশিন তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সংবাদকর্মী ও মৎস্য চাষীরা। 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এ এয়ারেটর মেশিন প্রদান করা হয়।

এর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছে পোনা অবমুক্তকরণ এবং উপজেলা হলরুমে মৎস্য চাষ বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।