গুইমারায় ৩হাজার লিটার চোলাই মদ ও বিপুল সরঞ্জামাদিসহ আটক-১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২১ | আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

খাগড়াছড়ির গুইমারায় গাঁজা পাচার ও অবৈধ চোলাই মদ বিক্রি করার সময় সেনাবাহিনীর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদ, মুলি ও মদ তৈরীর সরঞ্জামাদীসহ মদের কারখানা থেকে চাইহলামং মারমা(৪০) নামের একজনকে আটক করেছে।

সোমবার(৩০ আগস্ট) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্পোরাল ওমরের নেতত্বে ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের সি টাইপ টহল উপজেলার হাজাপাড়ায় সংগ্রাম দাশের বাড়ীতে অভিযান চালায়। 

এসময় ৪টি ঘর তল্লাসী   করে ৩হাজার লিটার চোলাই মদ, ১হাজার টাইগারের বোতল ভর্তি মদ, মদ তৈরীর চুলা ও কারখানা এবং প্রায় ২'শ মদ তৈরীর পাত্র উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে চাইলামং মারমা(৪০)নামের একজনকে আটক করা হয়। 

এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংগ্রাম দাশ(৪৫)নামে এক মাদক চোরাকারবারী বাড়ি থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে জব্দকৃত চোলাই মদ, মদ তৈরীর সরঞ্জামাদি সহ আটকৃত চাইলামং মারমাকে গুইমারা থানায় হন্তান্তর করা হয়। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান জানান,  এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে খাগড়াছড়ি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।