রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতার আয়োজন

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৬:০০ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৪

মুজিববর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আগামীকাল (১১ সেপ্টেম্বর) "মুজিব বর্ষ শেখ কামাল তিস্তা (৪৬ কিঃমিঃ) সাঁতার প্রতিযোগিতা- ২০২১" অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকাল ৭ টায় তিস্তা ব্যারেজ থেকে শুরু হওয়া সাঁতার মহিপুরে অবস্থিত শেখ হাসিনা তিস্তা সেতু প্রান্তে এসে শেষ হবে এই সাঁতার প্রতিযোগিতা। 

উক্ত প্রতিযোগিতায় ১৬ জন দক্ষ সাতারু অংশগ্রহণ করবেন বলে জানা গেছে । মুজিববর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন এর উদ্যোগে অনুষ্ঠিতব্য এ সাঁতার আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য, রংপুর-১, মসিউর রহমান রাঙ্গাঁ, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রংপর জেলা প্রশাসক, আসিব আহসান। জানা গেছে মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে অনুষ্ঠিত নানা কর্মসূচির মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছিল অন্যতম। তারই ধারাবাহিকতায় "মুজিববর্ষ শেখ কামাল তিস্তা (৪৬ কিঃমিঃ) সাঁতার- ২০২১" এর আয়োজন করা হয়েছে।