সাপাহারে কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৫:৩৫ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নওগাঁর সাপাহারে ২০২১-২২ অর্ৎ বছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৫০ জন কৃষকের মাঝে বীজ, রাসায়নিক সার, অন্যান্য কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার প্রমূখ।