খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, আড়াই লাখ টাকা অর্থ দন্ড

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ৭:৩৮ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে নদী থেকে পাম্প মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ভ্রাম্যমান আদালত ১ব্যক্তিকে আড়াই লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।  

বুধবার(২০ অক্টোবর) দুপুরর দিকে রামগড়ের পিলাকঘাট অন্তুপাড়ায় রামগড়ের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী মো. সেলিমকে এ অর্থদন্ড প্রদান করেন। 

নির্বাহী অফিসার কার্যালয়ের তথ্যমতে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১১ধারা লঙ্ঘন করে বালু উত্তোলনের দায়ে রামগড়ের বল্টুরাম টিলা এলাকার মো. সেলিমকে ২লাখ ৫০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।