মহালছড়ি ও দিঘীনালায় নৌকার মাঝি হলেন যারা

আব্দুল্লাহ আল মামুন,  পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে অনুষ্টিতব্য ২৮নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দিঘীনালা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

সোমবার (২৫ অক্টোবর) বিকালের দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বেস্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের দীর্ঘ মিটিংএ এসব ইউপিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় একক প্রার্থীদের নাম ঘোষণা করেন। মহালছড়ি উপজেলার ৪টি ইউপিতে নৌকার মাঝি হলেন যারা, মহালছড়ি সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, মাইসছড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, মুবাছড়ি ইউনিয়নে কংজরী মারমা, ক্যায়াংঘাট ইউনিয়নে রুপেন্দু দেওয়ান, দিঘীনালা উপজেলার ৩টি ইউপিতে নৌকার মাঝি মেরুং ইউনিয়নে মাহমুদা বেগম লাকী, বোয়ালখালী ইউনিয়নে মো: মোস্তফা, কবাখালী ইউনিয়নে মো: আবদুল বারেক। 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযারী মনোনয়ন দাখিলের শেষ সময় ২নভেম্বর, মনোনয়ন বাছাই ৪নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১নভেম্বর, ভোট গ্রহণ ২৮নভেম্বর।