পলাশবাড়ীতে জেলহত্যা দিবস পালিত

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২১ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

৩ নভেম্বর জেলহত্যা দিবসে জাতীয় চারনেতা স্মরণে  গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে জাতীয়চারনেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালনের দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।

আজ বুধবার বিকালে পলাশবাড়ী চৌমাথা মোড়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, ভিপি রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম,আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামসুজোহা হিটু, মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল, ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমনসহ অন্যান্যরা। শেষে জাতীয় চারনেতা, বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদেরসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।