পলাশবাড়ীতে পানিতে ডুবে ৭ম শ্রেণীর শিক্ষার্থী'র মৃত্যু

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি: আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ২৬ জুন ২০২১ | আপডেট: ৫:৩৫ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪




গাইবান্ধার পলাশবাড়ীতে মর্চ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ম শ্রেণীর শিক্ষার্থী সৌমিক মন্ডলের (১২) মৃত্যু হয়েছে। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউপির বুজরুক টেংরা গ্রামে। 


স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের গিরীধারীপুর গ্রামের ব্যবসায়ী হারুন-অর-রশিদের ছেলে সৌমিক। সে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের চাচার বাড়ীতে যায়। এদিন শনিবার দুপুরে অন্যান্য সঙ্গীদের সাথে পার্শ্ববর্তী মর্চ নদীতে গোসল করতে যায়। একপর্যায় পানিতে ডুবে গিয়ে সৌমিক নিখোঁজ হয়। এসময় পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টিমসহ স্থানীয়রা সন্ধান করে সৌমিকের ডুবন্ত মরদেহ উদ্ধার করে। সৌমিকের আকস্মিক অকাল মৃত্যুতে এলাকার সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 


পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাঈদ মো. ইমরান নিশ্চিত করেছেন।