পত্নীতলায় ৬০৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:০২ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২১

নওগাঁর  পত্নীতলায় আসন্ন  ইউপি নির্বাচনে ১১ ইউনিয়নের মোট ৬শ তিন প্রার্থীর মনোনয়ন দাখিল করা হয়েছে।  আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার ছিল  মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় চেয়ারম্যান পদে  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১১, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৪  এবং স্বতন্ত্র  ৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল হয়েছে। এ এছাড়া  সংরক্ষিত  সদস্য পদ ১৪৫ ও সাধারন সদস্য পদে  ৪০২ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। 

নির্ধারিত তারিখ অনুযায়ী  আগামী ১২ ডিসেম্বর রিটার্নিং কর্মকতা কর্তৃক এসব মনোনয়ন পত্র বাছাই করা হবে এর পর ২০ ডিসেম্বর প্রতিক বরাদ্দ এবং  নতুন বছরের জানুয়ারী ৫ তারিখে হবে ভোট গ্রহন। 

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেন আশা করছি  সুষ্ঠ শান্তিপূর্ন ভাবে নির্বাচন পরিচালনা ও ভোট গ্রহন অনুষ্ঠিত  হবে।