পত্নীতলায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৪২ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী  উপলক্ষে নওগাঁর পত্নীতলায়   আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ। 

শুক্রবার বিকেলে পত্নীতলা থানার আয়োজনে থানা চত্বরে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মখলেসুর রহমান ও গগনপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক ইউসুফ আলীর পরিচালনায় এ কাবাডি প্রতিযোগিতায় লাল এবং নীল দল অংশগ্রহণ করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুল গাফফার, পত্নীতলা সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার  আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত)  হাবিবুর রহমান, এসআই জিল্লুর রহমান,  এস আই মিজানুর রহমান, এএস আই নজরুল ইসলাম সহ স্থানীয় সুধিজন ও সাংবাদিক বৃন্দ প্রমুখ। 

খেলায় লাল দল ৩৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং নীল দল ৩২ পয়েন্ট  পেয়ে  রানার্স আপ হয়।দুই দলের অধিনায়ক আব্দুল কাদের   ও   রফিক উদ্দীন  বলেন  খেলায় হারজিত  থাকবে খেলা পরিচালক যে রায় দিয়েছে  আমরা তা মেনে নিয়েছি।