বান্দরবানে কলা গাছের বাকল থেকে তৈরি হবে সুতা

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৫:৩৫ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

বান্দরবান পার্বত্য জেলায় কলা গাছের বাকল থেকে সুতা তৈরির উদ্ভাবানী প্রকল্পের উদ্বোধন ও ১দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১১ ডিসেম্বর) সকালে বান্দরবানের কুহালং ইউনিয়নের আমতলী পাড়াতে এ প্রকল্প উদ্বোধন করা হয়।

এসময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

তিনি কলা গাছ থেকে সুতা তৈরির উদ্ভাবানী প্রকল্পের ১দিনের প্রশিক্ষণ কর্মসুচী এবং উদ্ভাবানী প্রকল্পের উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান, চেমী মৌজার হেডম্যান পুলু প্রু, লার্ক গ্লোবাল লিঃ এর চেয়ারম্যান সায়েদ মুস্তফা জাবেদসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাউস এর কর্মকর্তা ও পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান জানান, জেলা প্রশাসন এ প্রকল্পের সার্বিক তত্বাবধান ও সমন্বয়ের দায়িত্ব নিয়েছে। ১১ডিসেম্বর থেকে ১৫ডিসেম্বর প্রাথমিক প্রশিক্ষণ শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ডিসেম্বর এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, আর এ প্রকল্পের মাধ্যমে এলাকাবাসী পাহাড়ের পরিত্যক্ত কলা গাছ কেটে এনে মেশিনের মাধ্যমে পিষে নরম করে সুতা বের করে তা পরিস্কার করে শুকিয়ে বিক্রি করার উপযোগী করে তুলবে। আর তাদের কাছ থেকে ব্যবসায়ীরা এসে দেশের নানা প্রান্তে সে সুতা ক্রয় করে নিয়ে যাবে।