বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম.এমরানের উপস্থিতিতে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় সাড়ে ৩কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেন।

রবিবার(১৯ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনকালে তিনি ফৌজদারী বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিতর রেজিস্টার সমূহ দেখেন এবং থানার পরিদর্শন বহিতে নোট প্রদান পূর্বক স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা দায়রা জজ মো: আবু হান্নান এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম.এমরান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হোসেন এবং নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ  আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১০লাখ ৮হাজার ৩শত ৭৩পিচ যার মূল্য ৩কোটি ২৫লাখ ১১হাজার ৯শত টাকা।

চোলাই মদ ৯শত ২১লিটার। মূল্য ২লাখ ৭৬হাজার ৩শত টাকা। বার্মিজ সিগরেট ৫লাখ ৮৬হাজার  টাকা, পরিত্যাক্ত বিয়ার ৩৫টি যার মূল্য ১৭হাজার ৫শত টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ  আলমগীর হোসেন বলেন, এসকল মাদকদ্রব্য নানা পরিকল্পনায় জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।