ঘোড়াঘাটে গরু চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার,৩টি গরু উদ্ধার

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় ৩ টি গরু উদ্ধার ও গরু চোর চক্রের ২ জন সদস্য কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মোঃ আশরাফুল ইসলাম(৪২) পিতা মৃত আবুল কাশেম এবং অপর জন মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ জহুরুল ইসলাম(৩৫) তারা উভয়েই ঘোড়াঘাট থানার ২ নং পালশার শালগ্রাম পুরাইলের।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে এগারোটায় থানা পুলিশের অভিযানে গরু উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই ছায়েদুর রহমান সঙ্গীয় অফিসার এএসআই রানা সহ পুলিশের একটি দল গ্রেফতার আশরাফুলের নিজ বাড়িতে অভিযান চালালে তার বসতবাড়ি থেকে ছোট বড় ৩ টি গরু উদ্ধার এবং সে সময় চুরির সাথে জড়িত থাকার দায়ে ২ জন কে গ্রেফতার করে থানা পুলিশ।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির,পিপিএম (সেবা) জানান,গরু চুরির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অপরাধে ৩ জনের নাম সহ এবং অজ্ঞাত আরও কয়েক জন কে আসামি করে চুরির মামলা রুজু করা হয়েছে এবং তাদের মধ্যে ২জন কে আটক করা হয়েছে। আটক আসামিদেরকে মঙ্গলবার দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।এছাড়া তিনি আরও জানান,প্রকৃত গরুর মালিকের খোজ করছেন তাঁরা।প্রকৃত মালিকের খোজ পেলে সকল আইন মেনে গরু হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।