রংপুরে ৫ম কোর্স ফর রোভারমেটের উদ্বোধন

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ৩:০২ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

রংপুরে ৫দিন ব্যাপী ৫ম কোর্স ফর রোভারমেটের উদ্বোধন হয়েছে। রোববার (১৩ মার্চ ) বিকেলে রংপুর মডেল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশে স্কাউটস রংপুর জেলা রোভারের আয়োজনে স্বাস্থ্যবিধী মেনে ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত ৫দিন ব্যাপী ৫ম কোর্স ফর রোভারমেট অনুষ্ঠিত হচ্ছে। 

রংপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. আরেফিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের সহকারি কমিশনার ও রংপুর মডেল কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমান। এসময় রংপুর জেলা স্কাউটের সম্পাদক আব্দুর রহিমসহ স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে ও রোভার স্কাউট সদস্যদের নেতৃত্ব প্রদানসহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তুলেতে বাংলাদেশ স্কাউট রংপুর জেলা রোভারের ব্যাবস্থাপনায় রংপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০জন রোভার স্কাউট ও গার্লইন রোভার স্কাউট প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছে।

কোর্সের কোর্স লিডার হিসেবে বগুড়া জেলা রোভারের যুগ্ম সম্পাদক আরিফুর রেজা-এএলটি এবং প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন রংপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. আরেফিনা বেগম-এলটি। রংপুর জেলা রোভারের যুগ্ম সম্পাদক মহাদেব কুমার গুন, দিনাজপুর জেলা রোভারের সম্পাদক জহুরুল হোক, কামার পুকুর ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার সারবার হোসেন, রংপুর জেলা রোভারের জেলা রোভার স্কাউট লিডার আব্দুর রহমান, গাইবান্ধা জেলা রোভারের জেলা রোভার স্কাউট লিডার তামজিদুর রহমান, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মাসুদের রহমান, রংপুর জেলা রোভারের কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুবর রহমান, রংপুর  জেলা রোভারের সহকারি কমিশনার (স্পেশাল) আশিকুর রহমান। এছাড়াও কোর্সে সাপোর্ট স্টাফ হিসেবে ৬জন সিনিয়র রোভার ও গানর্লইন রোভার স্কাউট সদস্য দ্বায়িত্ব পালন করছে।