রংপুর জেলা রোভারের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২২ | আপডেট: ৮:০৩ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৪

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের পরিচালনায় দেশের তৃনমুলের কাব, স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের সুপ্ত প্রতিভা বিকশিত ও তুলে ধরার লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ের অংশ হিসেবে গতকাল রংপুর মডেল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার স্কাউট ও গার্লইন রোভার স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগের পরিপত্র অনুযায়ী ৭ ক্যাটাগরিতে তথা  সংগীত, নৃত্য (উচ্চাঙ্গ), কেরাত, যন্ত্র সংগীত, চিত্রাংকন, আবৃত্তি ও  মুকাভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় রংপুর জেলা রোভারের স্পেশাল ইভেন্টস বিভাগের সহকারি কমিশনার আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমান। এসময় রংপুর জেলা রোভারের সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা রোভার স্কাউট লিডার আব্দুর রহমান মিন্টু, জেলা রোভারের কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুবার রহমান সোহেল উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী বিজয়ী প্রতিযোগি রোভার স্কাউট ও গার্লইন রোভার স্কাউট সদস্যবৃন্দ আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এবং আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।