অবশেষে লক্ষ্মীপুরে ৫ ইউপি'র তফসিল ঘোষণা

সাঈদ হাসান মারুফ,বিশেষ প্রতিনিধি-
সাঈদ হাসান মারুফ,বিশেষ প্রতিনিধি- সাঈদ হাসান মারুফ,বিশেষ প্রতিনিধি-
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৪ | আপডেট: ৯:২৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

সব জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ এপ্রিল ব্যালটের মাধ্যমে লক্ষ্মীপুর সদরে পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের দিনক্ষন ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত  ইউনিয়ন পরিষদগুলো হলো - লাহারকান্দি, দক্ষিণ হামছাদি, দালাল বাজার, বাঙ্গাখাঁ ও তেওয়ারীগঞ্জ।


রোববার (১০ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলা পরিষদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে এ বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।


এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়) শাখা-(২)-এর সিনিয়র সচিব মোহাম্মদ শাহজালালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এ পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে না। সীমানার জটিলতা দেখিয়ে বারবার এসব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়ে নির্বাচন বন্ধ করে রাখছে।