রংপুরে জাল টাকাসহ আটক-২

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধিঃ
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধিঃ আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২১ | আপডেট: ৬:২৬ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২১

সারাদেশের ন্যায় করোনার বিস্তার রোধে বসানো চেকপোষ্টে তল্লাশি চালিয়ে জাল টাকার নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ।

গতকাল (০৫ জুলাই) বিকেলে রংপুর নগরীর প্রবেশপথ দমদমা ব্রীজের পাশে তাজহাট থানা কর্তৃক বসানো চেকপোস্টে রংপুরগামী একটি মোটর সাইকেলের কাগজ পত্রাদি পরিদর্শনের জন্য একটি মোটর সাইকেলকে থামিয়ে তল্লাশি করলে মটর সাইকেলের চালক এবং পিছনের বসে থাকা আরোহীর কাছ থেকে জাল টাকার নোট পাওয়া যায়।

এসময় তাদের কাছে থাকা পাঁচশত টাকার পাঁচটি জাল নোট, দুইটি  মোবাইল ফোন ও মোটর সাইকেল জব্দ করে তাজহাট থানা পুলিশের এসআই আসাদুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন পশ্চিম মূলাটোল এলাকার তারিকুল ইসলামের পুত্র মনোয়ারুল ইসলাম সোহান (২৭) এবং একই থানার নিউ ইঞ্জিনিয়ার পাড়ার রবিউল আলমের পুত্র শাহরিয়ার আল জিসান (২৬)।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ ক (খ) মামলা রুজু হয়েছে।