সাপাহারে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২১ | আপডেট: ৯:২৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নওগাঁর সাপাহারে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহিম উপজেলার শিরন্টী গ্রামের মৃত আফসার আলীর ছেলে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আব্দুর রহিমকে শ্বাসকষ্ট ও হাল্কা জ্বর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকজন।

এসময় তার অবস্থা আশংকাজনক হলে জরুরী বিভাগে অক্সিজেন লাগানো হয়। কিন্তু শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে গিয়ে ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাশেদুল ইসলাম রনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আব্দুর রহিমের আগে থেকে কোন প্রকার শ্বাসকষ্ট ছিলোনা। হঠাৎ করে দু-একদিনের মধ্যেই এমন অবস্থা হয়েছে।

মৃত্যুর পরে তার করোনা টেষ্ট করা হয়নি। তবে তার দেহে যেসব উপসর্গ ছিলো সবগুলোই করোনার উপসর্গ বলেও জানান তিনি।