পীরগাছায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২১ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২১

রংপুরের পীরগাছায় ১নং কল্যাণী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পাঠ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী ও নবনির্বাচিত ১নং কল্যাণী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম প্রমূখ। 

ইউপি সদস্য হিসেবে শপথ পাঠ করেন ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মোছা. মনোয়ারা খাতুন, ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মোছা. রিনা বেগম, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মোছা. নিলুফা ইয়াসমিন, ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. আমজাদ হোসেন, ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. হামিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য নেছার আহমেদ, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. হুমায়ূন কবীর, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য মনির হোসেন, ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য সামসুল হক, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. শফিকুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য এম শাহীন মির্জা সুমন। ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্যের শপথ গ্রহণ অনিবার্য কারণে স্থগিত রয়েছে। শপথ পাঠ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুর ইসলাম।  

নবনির্বাচিত ১নং কল্যাণী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম বলেন, সকল ইউপি সদস্যদের সহযোগিতা নিয়ে আমি কাজ করে যাবো এবং ডিজিটাল ও মাদকমুক্ত সমাজ গড়ব। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।