খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ(মূল) দলের চীফ টোল কালেক্টর আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার  মাটিরাঙ্গায় অস্ত্র সহ ইউপিডিএফ প্রসীত গ্রুপ(মুল)দলের সদস্য চীফ টোল কালেক্টর লালন চাকমা(৩৮)নামের এক সন্ত্রাসীকে আটক করেছে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা সেনা জোন।

শুক্রবার(৬ আগস্ট ২০২১ইং) দুপুরে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা সেনা জোন বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ(মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমা(৩৮) কে একটি পিস্তল ও ৪রাউন্ড গুলিসহ আটক করে। 

এ সময় তার নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোন জব্দ করা হয়।

গত (৫ আগস্ট) চাইল্যা প্রু মারমা(২৩) এবং চা থই মারমা(২৯) নামক ইউপিডিএফ(মূল) দলের ২টোল কালেক্টরকে মাটিরাঙ্গা ও গুইমারা বাজার থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা জোন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদে তাদের নিকট হতে উঠে আসে ইউপিডিএফ (মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমার নামসহ আরো কিছু চাঞ্চল্যকর তথ্য। এ সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউপিডিএফ (মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমা(৩৮) সাপমারা এলাকা হতে পানছড়ি গমন করছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আভিযানিক দল পূর্বেই সাপমারা এলাকাতে অবস্থান নিয়ে মোটর সাইকেলযোগে যাওয়ার পথে লালন চাকমাকে(৩৮) সাপমারা হতে আটক করে। 

আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।