লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে ১০কেজি গাঁজাসহ আটক-২

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২১ | আপডেট: ৬:২০ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার(১২ আগস্ট) লক্ষ্মীছড়ির মাষ্টারপাড়া এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সুইচিং মারমা(২০) ও ধুনচাই মারমা নামে দুই ব্যাক্তিকে গাঁজাসহ আটক করে।

এসময় আটক ব্যাক্তিদের নিকট থাকা ১০কেজি গাঁজা, ৫লিটার মদ, নগদ টাকা উদ্ধার করা হয়।

লক্ষ্মীছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ পিএসসি. জি বলেন, মাদক ব্যবসায়ীরা পাহাড়ি সন্ত্রাসী দল গুলোকে চাঁদা প্রদান করে অস্থিতিশীল পরিবেশ  সৃষ্টি করছে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় সেনাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্যসহ তাদের লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ির থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হুমায়ন কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।