রাঙামাটির নানিয়ারচরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

রাঙ্গামাটি  পার্বত্য জেলার নানিয়ারচরে হাজাছড়ায় রুপায়ন চাকমা নামে ইউপিডিএফ মূল দলের এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। 

শুক্রবার(১৩ আগস্ট) রাত ২টার দিকে অভিযান চালিয়ে হাজাছড়া এলাকার ক্ষমতাধর চাকমার ছেলে রূপায়ন চাকমাকে অন্ত্রসহ আটক করা হয়।

সূত্রে জানা যায়, কুতুকছড়ি এলাকার দেড় কিলোমিটার ভিতরে হাজাছড়া গ্রামে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। 

এসময় তার কাছে থ্রী নট থ্রী ০.৩০৩ ও বল এ‍্যামুনেশন ৫টি, নোটবুক ২টি, চাঁদার রশিদ বই ২টি, সিম কার্ড, স্মার্ট ফোন মোবাইল ১টি, ২টি নরমাল বাটন ফোন, ২টি ভোটার আইডি কার্ড পাওয়া গেছে।

নানিয়ারচর সেনা জোন কমান্ডার গোলাম মাবুদ হাসান(পিএসসি) জানান, পার্বত‍্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাব্বির রহমান বলেন, আটক রূপায়নের বিরুদ্ধে খুন, অস্ত্রের একাধিক মামলা থাকতে পারে। আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া  হবে।