কক্সবাজারের চকরিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৫

মোঃ সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি
মোঃ সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী নোহা গাড়ি উল্টে গিয়ে নারী-শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ৫ জন।

রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চকরিয়ার ফাঁসিয়াখালী ৩নং ওয়ার্ডের মাতবরপাড়ার মোঃ ইসমাইলের স্ত্রী ফাতেমা বেগম (৫৫), প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্নিমা (৩০), কক্সবাজার শহরের ঘোনারপাড়ার প্রদীপ রুদ্রের ছেলে সার্থক (৪), ডুলাহাজারার রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫০), রতন বিজয়ের স্ত্রী মধুমিতা (৪৫) এবং কক্সবাজার শহরের ঘোনারপাড়ার শংকর রুদ্রের স্ত্রী রুনা রুদ্র (৬০)।

নিহত আরেকজনের নাম ঠিকানা পাওয়া যায় নি। তবে, তার বয়স অনুমান ২৩ বছর বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। নিহতদের লাশ চকরিয়া হাসপাতালে রয়েছে। দুর্ঘটনার শিকার নোহা গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের বাঁশখালীর দিকে যাচ্ছিল। রিপোর্ট লেখাকালে দুর্ঘটনা কবলিত গাড়িটি ঘটনাস্থলে রয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন- কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মৃত শংকর রুদ্রের ছেলে প্রদী রুদ্র (৪৭), তার মেয়ে শ্যামলী রুদ্র (৮), মানিকগঞ্জ জেলার বাবর আলী (১৮)। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহ ফাহিম আহমাদ ফয়সাল।