পীরগাছায় দক্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেন আরেক দক্ষ এসআই

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:৩৫ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

রংপুরের পীরগাছায় দক্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেন আরেক দক্ষ এসআই আব্দুর রহিম। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭আগস্ট) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের দক্ষিণ ছাওলা স্কুল সংলগ্ন এলাকায়।

উপজেলার ছাওলা ইউনয়নে তিস্তা নদী পাড়ি দিয়ে অভিনব কায়দায় মোটর সাইকেলের তেলের ট্রাংকির ভিতরে ৪ কেজি গাঁজা পরিবহন করছিলেন মাদক ব্যবসায়ী সুজন (২৫)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সুজন মিয়া মোটর সাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধরে ফেলে। পরে তার মোটর সাইকেল তল্লাশি চালিয়ে তেলের ট্রাংকির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করে। কৌশলী মাদক ব্যবসায়ী সুজন মিয়া মোটর সাইকেলে আলাদা বোতলে তেল ব্যবহার করতো।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন, ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা রুজু করা হবে।