পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলনের সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত

একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা, (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২১ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের নেতা আবদুল্লাহ আল মাহমুদ মিলনের ব্যক্তিগত তহবিল থেকে করোনাকালীন সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

তিনি গত এক সপ্তাহ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষের মাঝে এ সামগ্রী বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৯আগস্ট) বিকেলে উপজেলার ৯নং কান্দি ইউনিয়নে করোনাকলীন সময়ে অসহায় ১১০জন মানুষের মাঝে কাপড়, সাবান ও মাস্ক বিতরণ করেন।এতে সভাপতিত্ব করেন কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবালের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কৈকুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএ হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঠিকাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দেবী চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ শাহেদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রশিদুল ইসলাম রিজন, পীরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল করিম লিটন, উপজেলা ছাত্র লীগের সাবেক সফল সভাপতি মাহাফুজার রহমান রুয়েল, সাবেক সফল সাধারণ সম্পাদক এআরএম আরিফুল হক রানা, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য হারুন অর রশিদ বাবুল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তপন কুমার, যুগ্ম-আহবায়ক সোহেল রানা, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহ্বায়ক শাহ শারেখ খন্দকার জয়সহ উপজেলা- ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।