সিরাজগঞ্জে ১ কেজি হেরোইনসহ ২ জন র্শীষ মাদক ব্যবসায়ী আটক

হাফিজুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি
হাফিজুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২১ | আপডেট: ৯:৫১ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২১

একুশে,আগস্ট রাত ৮.ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ঢাকা রাজশাহী হাইওয়ে রোডে ৯ নং ব্রীজের উপরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৭০(এক হাজার সত্তোর) গ্রাম হেরোইনসহ ০২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ২০০০(দ্ইু হাজার) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী  ১। মোঃ আলতাফ মোল্লা (৪০), পিতা-মৃত জোব্বার মোল্লা, ২। মোঃ জয়নাল (৩৬), পিতা-মোঃ আব্দুস সোবহান মন্ডল, উভয় সাং-বর্ধনপুর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবŤ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদের কে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।