সাপাহারে বণ সংরক্ষকের ঐতিহ্যবাহী জবাই বিল পরিদর্শন

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৪৫ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২১

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবাই বিল পরিদর্শন করেছেন  রাজশাহী ও রংপুর বিভাগীয় বন সংরক্ষক আমিনুল ইসলাম। 

সোমবার  দুপুর ২ টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল পরিদর্শন করেন তিনি। এসময়  জবাই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে  ব্রিজের রাস্তার ধারে  শতবর্ষী বট গাছের চারা রোপণ করেন তিনি।

এছাড়াও তিনি মুজিব বর্ষে খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  সাধন চন্দ্র মজুমদার এমপি কর্তৃক প্রদেয় বিলে খাল পাড়ে রোপনকৃত চারার পরিদর্শন করেন। যা  ভবিষ্যতে বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পাখি কলোনি গড়ে তুলতে সহায়ক হবে। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমদ নিয়ামুল হক,বিট অফিসার জাহিদুর রহমান ও জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ, সহ- সভাপতি,  সাধারন সম্পাদক,মহিলা বিষয়ক সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক  সহ সংগঠনের সকল সদস্যরা।