পত্নীতলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৮:২৫ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায়  উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি অফিস চত্বরে উপজেলা নিবার্হী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছাদেক উদ্দীন আহম্মেদ, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী প্রমূখ। প্রনোদনার কর্মসূচীতে প্রতি কৃষক এক কেজি পেঁয়াজ বীজ ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার এবং পেঁয়াজ চাষে নগদ সহায়তা বাবদ ৫০০ টাকা শ্রমিক বাবদ ১৫০০ টাকা বাঁশ ক্রয় বাবদ ৮০০ টাকা সহ মোট ২৮০০ টাকা বিকাশ/ রকেট অ্যাপ এর মাধ্যমে পাবেন। মোট ৮৫ জন কৃষককে এই প্রনোদনা দেওয়া হয়।