পলাশবাড়ীতে 'মরহুম স্মৃতি পাঠাগার' উদ্বোধণ করলেন- ইসি সচিব বেগম কবিতা খানম

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

জন্মদিনে খেলনার বদলে শিশুদের বই কিনে দিতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম চৌধুরী। ১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুরে ‘মরহুম দেলওয়ার হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে শিশুরা স্মার্ট ফোনে অনলাইন ভিত্তিক বিভিন্ন গেম নিয়ে পড়ে থাকে। সেখান থেকে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। তাদের মধ্যে বই পড়ার নেশা তৈরি করতে হবে।ছেলে বেলার স্মৃতিচারণ করে কবিতা খানম বলেন, আমাদের বাবা বাসায় প্রতিটি ইংরেজি বাংলা-বাংলা দৈনিকসহ সাপ্তাহিক পত্রিকা রাখতেন। আমরা আট ভাই-বোন নিয়মিত তা পড়তাম। এছাড়া আমাদের বাড়িতে ছোট লাইব্রেরী ছিল। সেখানে শরৎ চন্দ্র, বঙ্কিম চন্দ্র, রবিন্দ্র ঠাকুর, নজরুল ইসলামের বই ছিল। আমরা পড়ার টেবিলে পাঠ্য বইয়ের পাশাপাশি ওইসব বই পড়তাম। এজন্য আমরা বকাও খেতাম। তিনি আরও বলেন, আমরা এক অশুভ প্রতিযোগিতায় নেমেছি। একটি বাড়ি হলে আরেকটি বাড়ি, একটি গাড়ি হলে আরেকটি গাড়ি প্রত্যাশা করছি। ফলে সন্তানরা কী করছে, সেদিকে নজর দিতে পারছি না। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

পাঠাগার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হেরিটেজ বাংলাদেশের উপদেষ্টা মো. জাকির হোসেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান নয়ন, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী প্রমুখ।

দেলওয়ার হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগারেরর সভাপতি মারুফ হোসেন চৌধুরী জানান, আলোকিত সমাজ গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে লক্ষে আমাদের বেশি-বেশি বই পড়ায় অভ্যাস গড়া এবং লব্ধ জ্ঞানে জীবন গড়ার প্রত্যয়ে পাঠাগারটি পথচলা শুরু।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ীর মহদীপুরে গ্রামের বাড়ি পার্বতীপুর আসেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম চৌধুরী। তিনি এ গ্রামের বাসিন্দা মরহুম বিচারক মসিউর রহমান চৌধুরীর সহধর্মিণী।