পলাশবাড়ীতে অগ্নিকান্ডে কোরআন শরীফ অক্ষত প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ‍্যুতিক শর্টসার্কিটের আগুনে গরুসহ বসতবাড়ী পুড়ে ছাই। শুধু অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। 

উপজেলার  হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়ার মিজানুর রহমানের বসতবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু জীবন্ত দগ্ধ হয়ে করুণ মৃত্যু ঘটেছে। এসময় ঘরে রাখা নগদ ২৬ হাজার টাকা-ধান-চাল, আসবাবপত্র ও মূল্যবান কাগজসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। পরিবারটি এখন  খোলা আকাশের নিচে বসবাস করছে। 

অগ্নিকান্ডের খবর পেয়ে হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ ৫ হাজার টাকা ও ২ বস্তা চাল সহায়তা প্রদান করেছেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়ন মুঠোফোনে জানান, পরিবারটিকে প্রাথমিক ভাবে সম্ভাব্য সবধরনের সহায়তা প্রদানসহ সার্বিক দেখভাল করার দায়ীত্বের বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যানের ওপর ন্যাস্ত করেছেন।