লংগদুতে অবৈধ সংযোগ নিতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১:১১ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

রাঙামাটির লংগদুতে অবৈধভাবে সংযোগ নেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় ঘটনাটি ঘটে।

মৃত যুবক জামতলা এলাকার শাহ আলমের ছেলে আলমগীর হোসেন(৩৩)।

প্রত্যক্ষদর্শী জানান, আলমগীর পেশায় একজন মোটরসাইকেল চালক। পাশাপাশি সে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করতো। সোমবার দুপুরে আমার বাড়িতে (আদর্শগ্রাম) বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বসতঘরে সংযোগ দেয়ার জন্য কাজ করছিল। বিদ্যুতের খুঁটিতে উঠে তারে সংযোগ দেয়ার সময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। 

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অরবিন্দ চাকমা জানান, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লংগদু থানার ওসি(তদন্ত) সুজন হালদার জানান, বিদ্যুৎ স্পৃষ্টে মৃত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।