ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২১ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আদরের কনিষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
১৮ অক্টোবর সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মহান জাতীয় সংসদের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও গনপতি রায়েল সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, ওসি কে. এম রাকিবুল হুদা, কৃষি কর্মকর্তা মোসাঃ শাপলা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ। পরে শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাংক ও কুইজ প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ করা হয়।