সাপাহা‌রে জাতীয় যুব দিবস উদযাপন

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২১ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

"দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলা‌দেশ" এই  প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে নওগাঁর সাপাহা‌রে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপল‌ক্ষে আ‌লোচনা সভা,যুব ঋনের চেক ও সনদ বিতরন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (০১ ন‌ভেম্বর) সকাল সা‌ড়ে ১০ টার দিকে  উপ‌জেলা প্রশাসন ও যুব উন্নয়‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে উপজেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল্ল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তিত্বে ভার্চুয়ালী প্রধান অ‌তিথী হি‌সে‌বে উপ‌স্হিত ছি‌লেন গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের খাদ‌্যমন্ত্রী সাধন চন্দ্র মজ‌ুমদার এম‌পি।

এ সময় বি‌শেষ অ‌তিথী হি‌সে‌বে উপস্থিত ছিলেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যার আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন মন্ডল, ভাইস চেয়ারম‌্যান আব্দুর র‌শিদ, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ মু‌জিবুর রহমান, মৎস অ‌ফিসার রো‌জিনা পারভীন, উপ‌জেলা সহকারী প্রোগ্রামার আই‌সি‌টি ‌মোস্তা‌কিম হোসাইন, প্রেসক্লাব সভাপ‌তি প্রভাষক জুল‌ফিকার আলী সম্রাট  সহ উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীগন ।

আ‌লোচনা শে‌ষে ১৫০ জন প্রশি‌ক্ষিত যুবক‌দের সদন প্রদান, ৪ লক্ষ ৩০ হাজার টাকা যুব ঋ‌নের চেক ও চারাগাছ বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠান‌ সঞ্চালনা ক‌রেন সহকারী উপ‌জেলা যুব উন্নয়ন অ‌ফিসার আব্দুল মান্নান