রংপুরে অবৈধ দখল উচ্ছেদ পূর্বক, সরকারি সম্পত্তি উদ্ধার।

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২১ | আপডেট: ৭:৩৮ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবৈধ দখল উচ্ছেদ পূর্বক, কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছেন প্রসাশন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সরকারি জায়গায় থাকা অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। কার্যক্রমে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার হয়েছে। জানা গেছে উক্ত সময় মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এর উচ্ছেদ অভিযান পরিচালনাকালে সরকারি ৩২ শতাংশ জায়গা থেকে ২৯ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালমারা বাজারে ।

স্থানীয় সুত্রে জানা যায়- দীর্ঘদিন হতে শালমারা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট ও স্থাপনার ফলে  স্থানীয় জনগণকে  বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছিল। আজকের এ অভিযানের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান হবে বলে স্থানীয়রা জানান।