ধামইরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৮:০৩ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবাগ্রহণ করি, বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি’ শীর্ষক প্রতিপাদ্যে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পা কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। সভায় বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, বাল্য বিবাহ, অপরিকল্পিত গর্ভধারণের কুফলসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অনুষ্ঠানের সঞ্চালক সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন, সোহেল রানা, নাসিমা পারভীন, সোহরাব হোসেন, ফিরোজ হোসেন, রাব্বী হোসেন, পরিবার কল্যাণ সহকারী শেলী হেমব্রমসহ সকল মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ লক্ষমাত্রা অনুযায়ী প্রতিটি পরিবারের দোড় গোড়ায় পরিবার পরিকল্পনার পরামর্শ ও সেবা  পৌছে দিতে উপস্থিত মাঠ পর্যায়ে কর্মরতদের প্রতি আহবান জানান।#