ধামইরহাটে মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২২ | আপডেট: ৬:৪৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১০ জানুয়ারী বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু পাঠচক্রে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হক সরকার, সংগঠনের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহ-প্রচার সম্পাদক পাস্কায়েল হেমরম, প্রমুখ। পরে ১৩০ জন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।