ধামইরহাটে ক্যাপিটেশনগ্রান্ট প্রাপ্ত ৯টি এতিমখানায় ১৮ লক্ষাধিক টাকা অনুদান বিতরণ

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ২০ মার্চ ২০২২ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত ক্যাপিটেশনগ্রান্ট প্রাপ্ত ৯টি এতিম খানায় সরকারী অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। ২০ মার্চ দুপুর ১২ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে ৯টি এতিম খানার সভাপতি ও মোতওয়াল্লীদের নিকট ১৮ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করেন ধামইরহাট উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম।
সমাজসেবা অফিস সূত্র জানায়, ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি হাইউল উলুম স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ এতিমখানা, গাংরা পূর্বপাড়া বেসরকারী শিশু সদন, আড়ানগর শিশু সদন, তালতলী বেসরকারী শিশু সদন, বেনীদুয়ার কাথলিক শিশু সদন, চন্দ্রকোলা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও শিশু সদন, চকচান্দিরা বেসরকারী শিশু সদন, চকযদু (কাশিয়াডাঙ্গা) মদিনাতুল উলুম বেসরকারী শিশু সদন ও কাশিপুর আলহাজ্ব মোহাম্মদ আলী বেসরকারী শিশু সদন সহ ৯টি এতিমখানায় ৪৪৬ জন নিবাসীদের মধ্যে ১৫৪ জন প্রতি মাসে ২ হাজার টাকা করে  জুলাই/২১ হতে ডিসেম্বর/২১ পর্যন্ত গত ০৬ মাসের ভাতা প্রদান করা হয়েছে।