ধামইরহাটে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২২ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এপ্রিল’২০২২ মাসের মাসিক সভায় বাল্যবিবাহ নিরোধ, যৌতুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী,  ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ইউপি চেয়ার‌ম্যান ওবায়দুল হক সরকার, ওসমান গণি, মাহফুজুল আলম লাকী, আলহিল মাহমুদ চৌধুরী, আদিবাসী নেতা আলবার্ট স্বরেন, ইশ্বরমার্ডি, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার বিমল কুমার রুরাম, বন্ধনের এরিয়া ম্যানেজার মকবুল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।


সভায় চোলাইমদ নিয়ন্ত্রনে বিশেষ অভিযানে ইউএনও ও ওসি একমত প্রকাশ করেন এবং সীমান্ত অপরাধ নির্মুলে বিজিবির নিয়মিত মাসিক মিটিং অনুষ্ঠানে জোর নির্দেশনা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।