ধামইরহাট ইউনিয়নের উপ-নির্বাচনে ভোটারদের ইভিএমে ভোট প্রদানের লক্ষে ভোটার শিক্ষন দিচ্ছেন নির্বাচন অফিস

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২২ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপ-নির্বাচনে ভোটারদের ইভিএমে ভোট প্রদানের লক্ষে তাদের ভোটার শিক্ষন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিস।  ৩০ ও ৩১ অক্টোবর দুইদিন উপজেলার ধামইরহাট ইউনিয়নের ৬ন্ং সাধারণ ওয়ার্ডের ভোটারদের এই ভোটার শিক্ষন প্রদান করা হচ্ছে। আগামী ২ নভেম্বর ১টি ওয়ার্ডের মেম্বার পদে  ফুটবল প্রতীক নিয়ে মো. আক্কাস আলী, তালা প্রতীক নিয়ে মো. রাজিব হোসেন ও টিউবওয়েল প্রতীক নিয়ে মো. হায়দার আলী প্রতিদ্বন্দীতা করছেন ।
উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, আগামী ২ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে, কালুপাড়া ও উত্তর চকরহমত গ্রাম নিয়ে ধামইরহাট ইউনিয়নের ৬ নং সাধারণ পুরুষ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭৩৭ জন। ভোটের দায়িত্ব প্রিজাইটিং অফিসার, পোলিং অফিসার সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।
উল্লেখ্য ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের প্রয়াত ইউপি সদস্য গোলাম মোস্তফা গত ২ আগস্ট মারা গেলে আসনটি শুন্য হয়।