ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সাপ্লাই সিস্টেম উদ্বোধন করলেন এমপি শহীদুজ্জামান সরকার

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২২ | আপডেট: ৮:২৫ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম ও ডিজিটাল ইসিজি মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৫ ডিসেম্বর সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস,জেলা পরিষদের সদস্য মো.নুরুজ্জামান,উপজেলা প্রকৌশলী মো.সুমন মাহমুদ,ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, হারুন আল রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.স্বপন কুমার বিশ্বাস বলেন, ধামইরহাট উপজেলা পরিচালন ও উন্নয়ন তহবিল থেকে জাইকার অর্থায়নে ১৭ লাখ ৬৪ হাজার ৮৫০ টাকা ব্যয়ে সেন্টাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন করা হয়। এছাড়া ওই প্রকল্পের মাধ্যমে একটি নতুন ইসিজি মেশিন ক্রয় করা হয়েছে এবং সেন্টার অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে বহিঃ বিভাগ,আন্তঃ বিভাগ এবং জরুরী বিভাগের এক সঙ্গে ১৮ জন স্বাসকষ্ট রোগি অক্সিজেন গ্রহণ করতে পারবেন।