ধামইরহাটে জোর পূর্বক রাস্তা নির্মানে বাধা দেয়ায় সংঘর্ষ-একই পরিবারে ৭ জন জখম গ্রেফতার-৪

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২১ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২১

নওগাঁর ধামইরহাটে জোর পূর্বক রাস্তা নির্মানে বাধা দেয়ায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারে ৭ জন জখম হয়েছে। জখমীরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে, মামলার পর পরই পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়ানগর ইউনিয়নের চকরহমত গ্রামের আ. গণির চেলে নজরুল ইসলামের বাড়ীর প্রাচীর সংলগ্ন জায়গা দিয়ে ৩০ জুলাই ভোর সকালে জোর পূর্বক রাস্তা নির্মানের চেষ্টা করে প্রতিপক্ষরা। বাদী নজরুল ইসলাম গ্রামবাসী ও সকলের শান্তির কথা ভেবে নজরুলের পার্শ্ববর্তী নিজস্ব জমি দিয়ে রাস্তা নির্মানের প্রস্তাব দেন। এতে প্রতিপক্ষ ওয়াহেদ, শহিদুল  সামাদ গং রা ২৫/৩০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে নজরুলকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে।

এ সময় নজরুলকে বাঁচাকে এগিয়ে আসলে নজরুলের ভাই মতিবুল, গোলাম মোস্তফা, স্ত্রী শাহনাজ, মেয়ে তানজিলা ও ভাতিজা এনামুল ও মানুষ বিল্লাহকে মারপিটে জখম করে। জখমীরা গুরুত্বর হলেও বাদী নজরুলের ভাই মতিবুল ইসলাম আশংকাজনক অবস্থায় অন্যান্য জখমীদের সাথে হাসপাতালে ভর্তি আছেন। মারপিটের সময় ৬ আনা ওজনের স্বণাংলকারও চুরিকরে বিবাদী আজাদ হোসেন।

এ বিষয়ে মুঠোফোনে মারপিটের কথা স্বীকার করে অভিযুক্ত ওয়াহেদ জানান, নির্মানাধীন রাস্তার উপর বেড়া আমরা তুলে দিতে গেলেই উভয় পক্ষের সাথে মারামারি হয়।

তবে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল জানান, রাস্তাটি ব্রিটিশ আমলের রাস্তা,জমির মুল বিক্রেতা ২ শতক জমি রাস্তার জন্যই ছেড়েই দিয়েছেন, কিন্তু উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় এই গন্ডগোলের মুলকারণ।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ঘটনার সত্যতা জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।