খাগড়াছড়ির ভাইবোনছড়ায় করোনায় কর্মহীন ২৭৫পরিবারকে মানবিক সহায়তা প্রদান

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্য অঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্য অঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্য অঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২১ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২১

খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদে লকডাউনে করোনা পরিস্থিতিতে ২৭৫পরিবারকে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।

বৃহস্পতিবার(০৮ জুলাই) সকালে জেলা সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদে ২৭৫জনকে ২০কেজি করে চাউল বিতরণেব মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ইউপি সদস্য মো.তাজুল ইসলাম প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন,  কোভিড-১৯ এর কারনে  লকডাউন অমান্যকারীদের সচেতনতার জন্য শুধুমাত্র জরিমানা আদায় ও শাস্তি প্রদান করাই হয় না। করোনায় কর্মহীন হওয়া হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরন করছে সরকার।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।